শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সুইসাইড স্কোয়াড

প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ডেভিড আয়ার পরিচালিত সুপারহিরো অ্যাকশন চলচ্চিত্র ‘সুইসাইড স্কোয়াড’। ‘হার্শ টাইমস’ (২০০৬), ‘স্ট্রিট কিংস’ (২০০৮), ‘রয় দে লা র্যু’ (২০০৮), ‘এন্ড অফ ওয়াচ’ (২০১২), টেন’ (২০১৪), ‘স্যাবোটাজ’ (২০১৪) এবং ‘ফিউরি’ (২০১৪) আয়ার পরিচালিত চলচ্চিত্র। ‘সুইসাইড স্কোয়াড’-এর গল্প প্রধানত ডিসি কমিক্সের অ্যান্টিহিরো চরিত্র নিয়ে।
প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে হোয়াইট হাউস। এক নতুন অতিশক্তিশালী রহস্যময় শক্তির উত্থান হয়েছে। তাকে দমন করা অসম্ভব বলেই সবাই মনে করছে। মার্কিন গোয়েন্দা সংস্থার দক্ষ কর্মকর্তা অ্যামেন্ডা ওয়ালার (ভায়োলা ডেভিস) এক নতুন ধরনের বৈপ্লবিক পরিকল্পনা করেছে। কাঁটা দিয়ে কাঁটা তোলাই এই পরিকল্পনার মূল ভিত্তি। রহস্যময় সেই ভিলেনকে হারাবার জন্য সাহায্য নেয়া হবে সুপারভিলেনদের যারা সবাই কারারুদ্ধ আছে। সরকারকে সাহায্য করার বদলে তাদের সাজার মেয়াদ হয় হ্রাস করা হবে আবার কারো কারো ক্ষেত্রে ক্ষমা করে দেয়া হবে। এই দলের সদস্য হিসেবে বাছাই করা হয় যাদের তারা হলোÑ ডেডশট (উইল স্মিথ), হারলি কুইন (মার্গট রবি), দ্য জোকার (জ্যারেড লেটো), কিলার ক্রক (আদেওয়ালে আকিনুয়ে-আগবাজে), ক্যাপ্টেন বুমেরাং (জে কোর্টনি), এনচ্যান্ট্রেস (কারা দেলেভিন), কাতানা (ক্যারেন ফুকুহারা), এল ডিয়াবলো (জে হার্নান্দেজ) এবং ¯িøপনট (আ্যাডাম বিচ)। রিক ফ্ল্যাগকে (জোল কিনাম্যান) তাদের নেতৃত্বের দায়িত্ব দেয়া হলো। এই অভিযানের ব্যাপারে অনেকের সংশয় থাকলেও কার্যক্ষেত্রে তার ভুল প্রমাণিত হয়।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন