বিনোদন ডেস্ক : মিনার, সভ্যতা ও তানজীব। সময়ের জনপ্রিয় এই তিন তরুণ সংগীতিশিল্পী এবারই প্রথম এক প্রচ্ছদে হাজির হচ্ছেন। আসছে কোরবানির ঈদে সিএমভির বিশেষ একটি অ্যালবামে থাকছেন তারা। মাহমুদ মানজুরের কথা ও জয় শাহরিয়ারের সুর-সংগীতে অ্যালবামটির নাম ‘শতেক ভুল’। মিনার বলেন, ‘জয় শাহরিয়ার আমার অনেক কাছের একজন। তার সাথে একসঙ্গে গান করিনি। এবার সেটি হয়ে গেল। আশা করছি, ভিন্ন মাত্রার কথা-সুওে তৈরি গানগুলো সবার ভালো লাগবে।’ জয় বলেন, মিনার, সভ্যতা ও তানজীব আমার খুব কাছের। ওদের জন্য এবারই প্রথম গান করলাম। খুব ভাল লেগেছে প্রজেক্টটি করে। সিএমভির কাছে কৃতজ্ঞ এমন একটি ভিন্ন ধারার প্রজেক্ট প্রযোজনা করার জন্য। কারণ এ ধরনের কাজ সচরাচর হয় না। অ্যালবামে স্থান পাওয়া গানগুলোর শিরোনাম এমন, জানি কিছুই হয় না আমার, তোমাকে পেলে নিজেকে ফেলে, তুমি যে পথ ধরে প্রভৃতি। প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি জানিয়েছে, ঈদ উপলক্ষে শিগগিরই অ্যালবামটি এক্সক্লুসিভ বিভাগে ডিজিট্যালি প্রকাশ পাচ্ছে জিপি মিউজিক অ্যাপসে। ঈদের আগে সিডি আকারেও প্রকাশ পাচ্ছে এটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন