বিনোদন ডেস্ক : ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত হলো শারমীন দিপু ও প্রতীক হাসানের গাওয়া গানের মিউজিক ভিডিও ‘অচিন পাখি’। গত ভালোবাসা দিবসে ঈগল মিউজিক এর ব্যানারে শারমীন দিপুর ‘কাব্য’ অ্যালবামটি প্রকাশিত হয়, যা শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলে। তারই ধারাবাহিকতায় শিল্পী শারমীন দিপু ও প্রতীক হাসান-এর ডুয়েট ‘অচিন পাখি’ গানটির মিউজিক ভিডিওর কাজ শুরু হয়। সৌমিত্র ঘোষ ইমনের নির্দেশনায় ভিডিওতে একসাথে দেখা যাবে শারমীন দিপু ও প্রতীক হাসানকে। গানটির কথা লিখেছেন কাবন্দ রাইহান এবং সঙ্গীতায়োজন করেছেন প্রতীক হাসান। মিউজিক ভিডিওটি দেখা যাবে ঈগল মিউজিক-এর অফিসিয়াল ইউটিউব মিউজিক ভিডিও চ্যানেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন