বিনোদন ডেস্ক : মঞ্চদল নাট্যচক্রর ৪৪ বছর পূর্তি উপলক্ষে গত বুধবার সন্ধ্যা ৬.৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এক আনন্দ আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বরেণ্য যাত্রাশিল্পী ও পালাকার মিলন কান্তি দে এবং মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা মাহমুদ সাজ্জাদকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা শেষে আবৃত্তি করেন শিল্পী মিলন কান্তি দে এবং শিল্পী মাহমুদ সাজ্জাদ। তারপর শিল্পী তাবাসসুম-এর পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশিত হয়। নাট্যচক্রর উল্লেখযোগ্য প্রযোজনা সমূহের অংশবিশেষ নিয়ে রবিউল মাহমুদ ইয়ং এর পরিচালনায় পরিবেশিত হয় নাট্যানুষ্ঠান ‘মৌচাক’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন