জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক এবং বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার(৫২)সহ তার পরিবারের ৪ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বর্তমানে বলরাম পোদ্দারের স্বপরিবার ঢাকার বেইলী রোডের নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছেন বলে তার স্বজনরা জানান।
বলরাম পোদ্দারের ঘনিষ্ঠ আত্মীয় আশিষ দাস জানান, গত ১৮ সেপ্টেম্বর অ্যাডভোকেট বলরাম পোদ্দারের জ্বর ও কাশি দেখা দেয়। এরপর চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করলে জ্বর ভাল হয়ে গেলে কাশি সম্পূর্ণ ভাল হয়নি। এরপর সে (বলরাম) বক্ষব্যাধী এক ডাক্তারের ব্যবস্থাপত্র নেয়। গত ২০ সেপ্টেম্বর বলরাম পোদ্দারের পরিবারের অন্য সদস্যরা জ্বরে আক্তান্ত হয়ে পড়েন। করোনা পরীক্ষার জন্য বলরাম পোদ্দার ও তার স্ত্রী বিলকিস আক্তার নিপা, ছেলে রাহুল পোদ্দার, মেয়ে পিয়াংকা পোদ্দার গত ২২ সেপ্টেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্যাম্পেল (নমুনা) দেন। ২৬ সেপ্টেম্বর করোনা পরীক্ষার রিপোর্টে বলরাম পোদ্দারসহ পরিবারের সবাই’র পজিটিভ আসে। বর্তমানে বলরাম পোদ্দারের স্বপরিবার ঢাকার বেইলি রোড়ের নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছেন বলে তার স্বজনরা জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন