বিনোদন ডেস্ক : বিয়ে-সাদী করে মিডিয়াকে একেবারে গুডবাই জানিয়েছিলেন মডেল-অভিনেত্রী সারিকা। সংসারবাস নিয়েই জীবন কাটাবেন। ইতোমধ্যে সন্তানের মা-ও হয়েছেন। সারিকার মতো এর আগেও অনেক অভিনেত্রী এমন ঘোষণা দিয়ে মিডিয়া ছেড়েছিলেন। দেখা গেছে, বিয়ের দুয়েক বছর কাটতে না কাটতেই আবার ফিরে এসেছেন। সারিকাও তাই করেছেন। ফলে মিডিয়ায় যে চির বিদায় বলে কিছু নেই, তা আবারও প্রতিষ্ঠিত হলো। যাই হোক, সারিকা ফিরেছেন। বিয়ের তিন বছরের মাথায় অভিনয়ে ফিরেছেন। আগামী ঈদে প্রচারের লক্ষে তিন জন নির্মাতার নাটক ও টেলিফিল্মে অভিনয় করছেন। এই তিন নির্মাতা হলেন জাহিদ হাসান, রেদওয়ান রনি ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর মধ্যে রাজের পরিচালনাধীন আমি তুমি নামে নাটকের কাজ করবেন আগে। এর শূটিং শুরু হবে ১৪ আগস্ট। এতে সারিকার সঙ্গে অভিনয় করবেন ফারহান আহমেদ জোভান। এটি প্রচার হবে এশিয়ান টিভিতে। অভিনয়ে ফেরা প্রসঙ্গে সারিকা বলেন, বিয়ের পর সংসার ও মেয়েকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এখন থেকে আবার টেলিভিশনে নিয়মিত হওয়ার ইচ্ছা আছে। তবে বেছে বেছে কাজ করবো। উল্লেখ্য, সারিকা সবশেষ অভিনয় করেন আফজাল হোসেন মুন্নার রচনা ও পরিচালনার তবুও রাত কেটে যায় নাটকে। ২০১৪ সালের ১২ আগস্ট বিয়ে করেন তিনি। তার স্বামী পুরান ঢাকার ল²ীবাজারের বাসিন্দা মাহিম করিম ব্যবসায়ী। ২০০৬ সালে একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হয়ে মিডিয়ায় আসেন সারিকা। এর চার বছর পর আশুতোষ সুজনের ক্যামেলিয়া নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন