শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অভিনয় ছাড়তে চেয়েছিলেন জেনিফার অ্যানিস্টন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ১২:০৬ এএম

প্রায় তিন দশক শোবিজে আছেন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন (৫১), কিন্তু একটা সময় গেছে যখন তিনি বলিউড ছেড়ে দিতে চেয়েছিলেন। এক সাক্ষাতকারে প্রাক্তন ‘ফ্রেন্ডস’ অভিনেত্রীকে যখন জিজ্ঞাসা করা হয় ‘তিনি কখন প্রায় অভিনয় ছেড়ে দেয়ার কথা ভেবেছিলেন’ তিনি এমন জবাব দেন। “আমি বলব গত দুই বছরে এমন ভাবনা এসেছে যা এর আগে কখনও আসেনি,” অ্যানিস্টন বলেন। তিনি জানান ‘দ্য মর্নিং শো’ চলচ্চিত্রের আগে তিনি চলচ্চিত্র জগত ছাড়ার কথা ভেবেছিলেন, কিন্তু এর পর অপ্রত্যাশিত কয়েকটি প্রজেক্ট সম্পূর্ণ করার পর সেসব বাজে ভাবনা তার মাথা থেকে বেরিয়ে যায়। “তখন আমি বুঝতে পারছিলাম না এই বিষয়টি আমে আর আকৃষ্ট করছে কী করছে না,” তিনি বলেন। তখন কোনও বিকল্প পেশার কথা ভেবেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “ইন্টেরিয়র ডিজাইনিং, সম্ভবত। আমার এ কাজটি ভাল লাগে। এটা আমার সুখের জায়গা। এটি আসলেই আমার জন্য সুখের একটি জায়গা।” প্রথমে ব্রডওয়ের নাটকে অভিনয় করলেও ১৯৮৮ সালে একটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। তার প্রথম চলচ্চিত্র ‘লেপ্রেকন’ ১৯৯৩ সালে মুক্তি পায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন