শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নতুন পৃথিবীর পথে-শাইখ সিরাজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ১২:০৫ এএম

চ্যানেল আই-এর বাইশ বছর পূর্তি উপলক্ষে চ্যানেলটির পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রতিক্রিয়ায় তিনি বলেন, পৃথিবীতে রূপান্তর, বিবর্তন, উন্নয়ন কিংবা পালাবদল অত্যন্ত স্বাভাবিক ঘটনা। আজকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবাদে আমরা পৃথিবীকে হাতের মুঠোয় পুরছি। শত বছর আগেও মানুষ একথাই ভেবেছিল। শত বছর পরেও এভাবেই ভাববে। আজ আমরা টেলিভিশনের কন্টেন্ট প্রচলিত টিভি স্ক্রিনের বাইরেও ইউটিউব, ফেইসবুক, ইন্সট্রাগ্রামে দেখছি। সব ভিডিও কন্টেন্টই কিন্তু টেলিভিশনের সফটওয়্যার উৎপাদন ব্যবস্থার ভেতর দিয়ে আসছে। দিনশেষে যত্ন, পরিশ্রম আর সাধনা দিয়ে তৈরি কন্টেন্টই জয় লাভ করছে। টেলিভিশনের বিজয়টা এখানেই। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রতিষ্ঠার সময় আমাদের লক্ষ ছিল সেরা কন্টেন্ট তৈরির। সেখানে আমরা অবিচল ছিলাম। এখনও আছি। আমরা মহান মুক্তিযুদ্ধ, বস্তুনিষ্ঠ ও সুস্থ তথ্যপ্রবাহনির্ভর সংবাদ, সুস্থ বিনোদন, গণতন্ত্র ও সুস্থ ধারার রাজনীতি চর্চা, দেশের উন্নয়ন অর্থনীতির শেকড় কৃষি উন্নয়ন ও সম্প্রসারণ, আমাদের প্রকৃতি, প্রাকৃতিক সম্পদ ও জীবনবোধের জায়গাগুলো দর্শকদের সামনে তুলে ধরছি। এগুলোই প্রাত্যহিক জীবনধারার সবচেয়ে শক্তিশালী উপজীব্য হিসেবে ধরা দিচ্ছে। আজ বাইশ বছরে পৌঁছে একজন তরুণ আগামীর পৃথিবীটা যেভাবে দেখতে চাইছে, আমরাও নতুন পৃথিবীর পথে সাফল্য ও উৎকর্ষের ধারায় এগিয়ে যাচ্ছি। বলছি, বাইশে চ্যানেল আই, সামনে এগিয়ে যাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন