বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সোনালী ব্যাংক-জেনেক্স ইনফোসিসের চুক্তি, বাড়বে মুনাফা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ৭:০২ পিএম

দেশের বৃহৎ সরকারি ব্যাংক সোনালী ব্যাংকের সঙ্গে একটি চুক্তি অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিসের পরিচালনা পরিষদ। সারা দেশে অনলাইন টিউশন ফি প্রদান পদ্ধতি বাস্তবায়নের জন্য করা চুক্তির ফলে জেনেক্স ইনফোসিসের প্রতি বছর ৩ থেকে ৫ কোটি টাকা মুনাফা হবে।

জেনেক্স ইনফোসিস কোম্পানির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে বিনিয়োগকারীদের এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, সোনালী ব্যাংকের মাধ্যমে পরিচালিত বিদ্যালয়ের টিউশন ফি পরিষেবা পরিচালনার জন্য অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করার জন্য এটি একটি কৌশলগত ব্যবসায় চুক্তি।

এটি বাস্তবায়নের ফলে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য একটি সুবিধা তৈরি করবে এবং তাদের দেশব্যাপী ডিজিটাল অন্তর্ভুক্তির আওতায় আনবে। ৬৪টির এবং ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন