শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সাজুর মুক্তিযুদ্ধের বই অমির ১৯৭১

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ১২:১৬ এএম

কথাসাহিত্যিক ও সাংবাদিক শাহআলম সাজু করোনাকালে এক ডজন মুক্তিযুদ্বের গল্প লিখেছেন। সব গল্পের সমন্বয়ে চলতি সপ্তাহে নতুন গল্পের বই প্রকাশিত হবে। বইটির নাম অমির ১৯৭১। বইটি প্রকাশ করবে শব্দশিল্প । প্রচ্ছদ করেছেন রাজু আহমেদ। প্রকাশক মো: শরিফুর রহমান। অমির ১৯৭১ গল্পবইটি নিয়ে সাজু বলেন, এই গল্পগুলো করোনাকালে লিখেছি। একটি গল্পের নাম-অমির ১৯৭১। অমি নামের একজন মেয়ে ১৯৭১ সালে শহীদ হন । তাকে নিয়ে লেখা গল্পটি । এইরকম ভিন্ন ভিন্ন স্বাদের গল্পগুলো মুক্তিযুদ্ধ কেন্দ্রিক । যা পাঠকদের ফিরিয়ে নিয়ে যাবে ১৯৭১ সালে। মূলত কিশোর কিশোরীদের উপযোগী করে লেখা গল্পগুলো। সাজু বলেন, বই মেলা ছাড়াও বই প্রকাশ করার রীতি চালু থাকলে পাঠক-লেখক ও প্রকাশক সবাই উপকৃত হবেন । এদিকে অমির ১৯৭১ গল্পবই ছাড়াও সাজু ব্যস্ত সময় পার করছেন ২০২১ সালের একুশে বই মেলার নতুন বই লেখা নিয়ে । তার লেখা কয়েকটি নতুন উপন্যাস আগামী বই মেলায় প্রকাশিত হবে। উল্লেখ্য, সাজু সাংবাদিকতা পেশার সাথে জড়িত আছেন বিশ বছরেরও বেশি সময় ধরে। লেখালেখি, সাংবাদিকতা ছাড়াও সাজু নিজ এলাকা টাংগাইল জেলার সখীপুরে বই তিবরণ কর্মসূচীর মধ্যে দিয়ে বেশ সাড়া ফেলেছেন । সখীপুর উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে তিনি তরুণদের বই উপহার দিয়ে থাকেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন