যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার মঙ্গল কামনা করে শুক্রবার একটি বার্তা পাঠিয়েছেন। ওই বার্তায় তিক্ত রাজনৈতিক লড়াইয়ের বিষয়টি দূরে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন ওবামা। ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানের শুরুতে ওবামা বলেন, বড় রাজনৈতিক লড়াইয়ের মধ্যে থাকলেও এবং আমরা এটি অনেক গুরুত্বের সাথে গ্রহণ করেছি। আমরা আন্তরিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডির মঙ্গল কামনা করছি। তিনি বলেন, ‘মিশেল ও আমি আশা করছি যে ট্রাম্প ও মেলানিয়াসহ সারা দেশের করোনা রোগীরা তাদের প্রয়োজনীয় সেবা পাচ্ছেন। আর এ সেবার কারণে তারা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ওবামা বলেন, আমরা সকলে আমেরিকান এবং আমরা সকলে মানুষ। সকলে সুস্থ ও ভাল থাকুক আমরা এমনটা দেখতে চাই। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন