অভিনেতার-রেসলার ডোয়েন ‘দ্য রক’ জনসন তার আসন্ন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এইট’ চলচ্চিত্রের কিছু সহাভিনেতাকে ‘অপেশাদার’ হিসেবে চিহ্নিত করে সমালোচনা করেছেন।
৪৪ বছর বয়সী অভিনেতাটি উল্লেখিত চলচ্চিত্রে তার কাজ প্রায় শেষ করে এনেছেন। তিনি চলচ্চিত্রটির শেষাংশের শুটিংয়ের কথা জানিয়ে ফেইসবুকে লিখেছেন : “এটি ছাড়া এমন কোনও ফ্র্যাঞ্চাইজ নেই যার কারণে আমি এতোটা রোমাঞ্চিত হয়েছি। এর কুশলীরা দারুণ কর্মঠ। ইউনিভার্সাল স্টুডিওস এন্টারটেইনমেন্টও দারুণ সহযোগী ছিল। আমার নারী সহশিল্পীরা বরাবরই অসাধারণ আর তাদের আমি পছন্দ করি।
“আমার পুরুষ সহশিল্পীদের গল্প অবশ্য ভিন্ন। এদের কয়েকজন অতুলনীয় আর পেশাদার, বাকিরা নয়। যারা পেশাদার নয় তাদের অবশ্য করার কিছু নেই।”
অভিনেতাটি আশ্বাস দিয়েছেন দর্শকরা বড় পর্দা উপভোগ্য কিছু দেখবে।
তিনি আরও লিখেছেন : “আপনারা আগামী এপ্রিলে চলচ্চিত্রটি দেখার পর বিশ্বাসই করতে পারবেন না আমি অভিনয় করছি। আমার রক্ত আসলেই টগবগ করছে- সত্যি কথা।
“মোদ্দা কথা হল দৃশ্যগুলো চলচ্চিত্রটির জন্য উপযুক্ত আর হবের চরিত্রটি আমর সঙ্গে খাপ খেয়ে গেছে। প্রযোজক হিসেবে আমি সন্তুষ্ট। ‘ফাস্ট এইট’-এর শেষ সপ্তাহটি আমি জোরের সঙ্গে শেষ করব।”
স্কট ইস্টউড, টাইরিস গিবসন, জেসন স্টেথাম এবং লুডাক্রিসের মত জনসনের সহাভিনেতারা তার পোস্টে কোনও সাড়া দেননি।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন