শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

খল ভুমিকায় সঙ্গীতা ঘোষ

প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ভারতীয় টেলিভিশনের প্রতিভাবান অভিনেত্রী সঙ্গীতা ঘোষ কিছুটা সময় বিরতির পর ছোট পর্দায় ফিরছেন। তিনি সাধারণত পজিটিভ ভ‚মিকায় অভিনয় করলেও এবার তাকে খল ভ‚মিকায় দেখা যাবে বলে জানা গেছে।
একই সিরিয়ালে তার পাশাপাশি কাজ করবেন নারায়ণী শাস্ত্রী এবং মহিমা মাকওয়ানা। এতে নারায়ণী এক মায়ের ভ‚মিকায় অভিনয় করবেন আর মহিমা থাকবেন তার কন্যার ভ‚মিকায়। এই সিরিয়ালটি প্রচারিত হবে স্টার প্লাসে।
সঙ্গীতা ‘দেশ মেঁ নিকলা হুয়া চাঁদ’ সিরিয়ালে অভিনয় করে খ্যাতি লাভ করেন। ২০০১ তেকে ২০০৫ পর্যন্ত প্রচারিত স্টার প্লাসের সিরিয়ালটিতে তিনি পাম্মি চরিত্রে অভিনয় করতেন।
২০১১ সালে পোলো খেলোয়াড় রাজবি শৈলেন্দ সিং রাঠোড়কে বিয়ে করার পর তিনি বিনোদন মাধ্যম থেকে কিছুটা দূরে দূরে থাকেন। অভিনেত্রীটিকে শেষ দেখা গেছে সোই এন্টারটেইনমেন্ট টেলিভিশনের ‘পারভারিশ’ সিরিয়ালের দ্বিতীয় মৌসুমে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন