বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গোপালগঞ্জে ট্রেনে কাটাপড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

গোপালগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ৯:৫৬ এএম

গোপালগঞ্জে ট্রেনে কাটাপড়ে সজল রায় (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
আজ রোববার সকাল পৌনে ৬ টার দিকে গোপালগঞ্জ-রাজশাহী ট্রেন লাইনের গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা নামকস্থানে এ ঘটনাটি ঘটেছে।
নিহত সজল রায় গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী গ্রামের গুরুপদ রায়ের ছেলে। তিনি জনতা ব্যাংক সদর উপজেলার সাতপাড় শাখার ঋন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার এসআই মোঃ শহিদুল ইসলাম জানান, সকালে গোবরা স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে সজল বিশ্বাস মারা যান। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে ওই কর্মকর্তা কিছু জানাতে পারেননি।
জনতা ব্যাংক সাতপাড় শাখার ম্যানেজার সমর রায় বলেন, গত বৃহস্পতিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যাংকে অনুপস্থিত ছিলেন সজল। আজ সকালে ট্রেনে কাটাপড়ে তার মৃত্যুর খবর জানতে পেরেছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন