শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রেল লাইনের উপর ঘুমিয়ে ট্রেনে কাটা পড়ে ৩ জেলের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২০, ৯:২৮ এএম | আপডেট : ১২:৫৪ পিএম, ১৮ অক্টোবর, ২০২০

নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রেললাইনে ঘুমিয়ে থাকা ৩ জেলের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ভোরে নেত্রকোনার বারহাট্টা উপজেলার স্বল্পদশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বারহাট্টা উপজেলার স্বল্পদশাল গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে স্বপন মিয়া (২২) ও রিপন মিয়া (২৬) এবং একই গ্রামের কোরবান আলীর ছেলে মুখলেছ মিয়া (২৮)।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমর বড়ুয়া বলেন, লাশগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। সুরত হাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়রা জানায়, সারারাত স্থানীয় হাওরে মাছ ধরার একপর্যায়ে ক্লান্ত হয়ে পড়েন ওই তিন জেলে। তখন একটু বিশ্রাম নিতে ভোরের দিকে ওই রেল লাইনের উপরে গিয়ে বসেন এবং ঘুমিয়ে পড়েন তারা। এরপর ওই ট্রেনটি তাদেন উপর দিয়ে চলে গেলে তারা তিনজনই কাটা পড়ে মারা যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন