শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কালকিনিতে অসহায় গ্রামবাসীদের হয়রানি করতে পিতা-পুত্র ও পুত্রবধূর একের পর এক মামলা

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ১১:৩৯ এএম | আপডেট : ২:৩৭ পিএম, ১৩ অক্টোবর, ২০২০

মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম এলাকার উত্তর চলবল কদমপট্টি গ্রামে অসহায় দিনমজুর গ্রামবাসীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে একই এলাকার সমির মন্ডল তার পুত্র সজল মন্ডল ও পুত্রবধু মিতালী মন্ডলের বিরুদ্ধে। একটি মামলা খারিজ হলে শুধু বাদী পরিবর্তন করে দেয়া হচ্ছে আরেকটি মামলা। মামলার রায় যাই হোকনা কেন এনিয়ে তাদের কোন মাথাব্যাথা নেই। শুধু অসহায় মানুষদের মামলার জালে জড়িয়ে হয়রানি করাই উদ্দেশ্য বলে ভূক্তভোগীদের অভিযোগ। আর তাদের দায়ের করা মামলাকে মিথ্যা হয়রানি মূলক দাবী করে আজ(মঙ্গলবার) সকালে মিশনবাড়ি নামক স্থানে ২য় দফা প্রতিবাদ সমাবেশ করেছে গ্রামবাসী।
জানাগেছে, পূর্বশত্রুতার জেরে গতবছর মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগে কোর্টে একটি মামলা দায়ের করে সজল মন্ডল। কিন্তু উক্ত মামলার আসামী প্রশান্ত হালদার, টমেজ হালদার, দানিয়েল হালদার গংদের বিরুদ্ধে সজলের স্ত্রী মিতালী মন্ডলের ওপর প্রহার করার অভিযোগে আরো একটি মামলা দায়ের করে সজলের পিতা সমির মন্ডল। বিজ্ঞ আদালত উক্ত মামলার সত্যতা না পেয়ে মামলা দুটি খারিজ করে দেয়। কিন্তু একই ঘটনা উল্লেখ করে পূর্বের আসামীও ঠিক রেখে শুধু বাদি পরিবর্তন করে শশুর সমির মন্ডলের মামলা খারিজ হওয়ায় ফের গত ৬সেপ্টেম্বর মাদারীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে আরেকটি মামলা দায়ের করে পুত্রবধু মিতালী মন্ডল। আর অসহায় দিনমজুরদের একের পর এক মামলা দিয়ে হয়রানি করায় গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তারা মিতালী মন্ডলের দায়ের করা মামলাকে মিথ্যা হয়রানি মূলক দাবী করে প্রতিবাদ সমাবেশ করে।
এসময় প্রতিবাদকারী সুবর্ণা মধু, জলাধর মধু, সিমন মিস্ত্রি, দেবী তালুকদার, জুলিয়েট বাড়ই, কসুল্লা ঘটক সহ ১৫/২০জন গ্রামবাসী বলেন ‘ এক গ্রামে বসবাস করতে গেলে একে অপরের সাথে ঝগড়া বা মতের অমিল হতেই পারে। কিন্তু তা নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা বন্ধের দাবী জানাই। আর সকল মামলা প্রত্যাহার করে সকলে মিলে মিশে থাকতে চাই।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন