বলিউডের একসময়ের প্রথম সারির কোরিওগ্রাফার এবং পরে পরিচালক হিসেবে প্রতিষ্ঠা লাভকারী ফারাহ খান তার উপস্থাপনায় একটি জনপ্রিয় রান্নার শো নিয়ে আবার আসছেন।
ফারাহ’র সঞ্চালনায় কালার্স টিভির ‘ফারাহ কি দাওয়াত’ শোটি গত বছর সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। এই শোতে ভারতীয় টিভি এবং চলচ্চিত্রের একজন জনপ্রিয় তারকা ফারাহ খানের সঙ্গে তাদের রন্ধন দক্ষতা প্রদর্শন করেছেন। ‘ওম শান্তি ওম’ চলচ্চিত্র পরিচালনার জন্য খ্যাত ফারাহ আরেক মৌসুমের জন্য তার এই শোটি ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন।
ফারাহ খান বলেন, “আমরা অনুষ্ঠানটি নিয়ে ফিরতে চাই, এখন আমরা এ নিয়ে পরিকল্পনা করছি, আমি সময় বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। ‘ফারাহ কি দাওয়াত’ অনুষ্ঠানটি একটি ফিল্মের মত। পুরো অনুষ্ঠানটির দায়িত্ব ছিল আমার ওপর। তারকাদের আনা, উপস্থাপনা করা, রান্না করা থেকে শুরু করে সব কাজ করতে হত। আর নিশ্চিত করতে হত তারকাদের যেন সময় মত ছাড়া যায়।”
ফারাহ খান চলতি ‘ঝলক দিখলা যা ৯’ রিয়েলিটি শোটিতে বিচারকের দায়িত্ব পালন করছেন। ৩০ জুলাই অনুষ্ঠানটি শুরু হয়ে শেষ হবে ২০১৭’র জানুয়ারিতে।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন