শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পরিচালনায় ব্রি লারসন

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

‘ইউনিকর্ন স্টোর’ নামে একটি ইন্ডিপেন্ডেন্ট কমেডি চলচ্চিত্র দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে অভিনেত্রী ব্রি লারসনের।
২৬ বছর বয়সী অস্কার বিজয়ী অভিনেত্রীটি চলচ্চিত্রটি প্রযোজনা করবেন। হলিউড রিপোর্টার জানিয়েছে তিনি এতে অভিনয়ও করবেন।
সামান্থা ম্যাকিনটায়ারের মৌলিক চিত্রনাট্য অবলম্বনে ‘ইউনিকর্ন স্টোর’ কিট নামে এক নারীর গল্প যে তার বাবা-মায়ের সঙ্গে বসবাসের জন্য ফেরার পর একটি দোকানে কাজ করার প্রস্তাব পায়। এই দোকানে তাকে ভাল এমন পরামর্শ দিতে হবে যার সঙ্গে তার ভবিষ্যৎ জড়িয়ে আছে।
প্রথমে কথা ছিল মিগেল আর্তেতা চলচ্চিত্রটি পরিচালনা করবেন এবং তাতে কেন্দ্রীয় ভ‚মিকায় রেবেল উইলসনের অভিনয় করার কথা ছিল। তবে তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। আর তার পরই ব্রি’র আগমন।
ব্রি লারসন এর আগে ‘দি আর্ম’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনী লেখায় সহায়তা করেছেন এবং সহ-পরিচালনা করেছেন। ‘দি আর্ম’ ২০১২ সালে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার লাভ করেছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন