আশিক বন্ধু : দীর্ঘদিন পর প্লেব্যাক করলেন সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী। ছটকু আহমেদের পরিচালনাধীন দলিল সিনেমার একটি গানে তিনি কণ্ঠ দিয়েছেন। ‘বুকে আমার দুঃখের আগুন পুড়ে পুড়ে ছাই, মনের কথা বুঝতে পারে এমন মানুষ নাই’ শিরোনামের গানটি লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী। গানটির সুর ও সঙ্গীত দিয়েছেন বারী সিদ্দিকী নিজেই। ইতোমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। পরিচালক ছটকু আহমেদ বলেন, গান শুনে তো আমার চোখ ভিজে উঠেছে। অনেক আবেগ, অনুভ‚তি ভরা গানটি। আশা করছি, বড় পর্দায় গল্পের সাথে গানটি অসাধারণ হয়ে উঠবে। শীঘ্রই সিনেমাটির শূটিং শুরু করব। উল্লেখ্য সিনেমাটিতে অভিনয় করছেন মারুফ, শিপন, মৌমিতা মৌ, তানিয়া বৃষ্টি, মিষ্টি মিমিসহ অনেকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন