শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এআইইউবিতে ব্ল্যাক হর্স এক্সট্রিম এক্সপ্লোরার-এর যাত্রা শুরু

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গেøাব ফার্মাসিউটিক্যালস্ গ্রæপের অন্যতম প্রতিষ্ঠান গেøাব সফট্ ড্রিংকস্ লি. ও এএসটি বেভারেজ লি.-এর কোমল পানীয় বø্যাক হর্স তরুণদের চাহিদা অনুযায়ী বিভিন্ন সময়ে ভিন্নধর্মী কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় বø্যাক হর্স প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে আসে “বø্যাক হর্স এক্সট্রিম এক্সপ্লোরার-স্কাই ড্রাইভিং” নামে বিশেষ এই ক্যাম্পেইন। এতে যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে থেকে সেরা ৫ জনকে নিয়ে যাওয়া হবে থাইল্যান্ডের পাতায়াতে, সেখানে তারা পাবে সত্যিকারের রোমাঞ্চকর স্কাই ড্রাইভিং করার সুযোগ। এই উদ্দেশ্যে বø্যাক হর্স সারা দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয় ও কলেজে ভার্চুয়াল স্কাই ড্রাইভিং প্রতিযোগিতার মাধ্যমে শুরু করেছে এর বাছাই পর্ব। এতে ব্যবহার করা হয়েছে সবচেয়ে অত্যাধুনিক ভার্চুয়াল রিয়্যালিটি (ভিআর) গেইমিং টেকনোলজি অকুলাস রিফ্ট যার মাধ্যমে তরুণ-তরুণীরা ভার্চুয়াল স্কাই ড্রাইভিং করবে এবং এতে যারা সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে জয়ী হবে এমন সেরা ৫জন বিজয়ীকে নিয়ে যাওয়া হবে পাতায়া এবং তারা পাবে সত্যিকারের স্কাই ড্রাইভিং-এর সুযোগ। বাংলাদেশের প্রথম সারির প্রাইভেট বিশ^বিদ্যালয় “আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)”-এর মাধ্যমে এই প্রোগ্রামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং পরবর্তীতে সারাদেশের বিভিন্ন প্রাইভেট/পাবলিক বিশ^বিদ্যালয় ও কলেজে এই কার্যক্রম চলবে আগামী নভেম্বর’১৬ পর্যন্ত। এই উপলক্ষে এআইইউবি অডিটোরিয়ামে ইতোমধ্যে যারা এআইইউবি-তে সেরা স্কোর অর্জন করেছে তাদের মধ্যে থেকে সেরা ৩ জনকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ক্রেস্ট হস্তান্তর করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি’র প্রো-ভাইস চ্যান্সেলর ডক্টর চার্লস সি. ভিলানোভা। বিশেষ অতিথি ছিলেন সামির আল রশিদ, ডিরেক্টর কর্পোরেশন, গেøাব ফার্মাসিউটিক্যালস গ্রæপ অব কোম্পানিজ লি., ডক্টর আনিসুর রহমান ফারুক, ডক্টর নিসার আহমেদ অ্যাসোসিয়েট প্রফেসর এবং ডিরেক্টর, এমবিএ প্রোগ্রাম, এআইইউবি, অ্যাসিসট্যান্ট প্রফেসর এবং হেড, ডিপার্টমেন্ট অব মার্কেটিং, এআইইউবি। অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শফিকুল ইসলাম তুষার, জিএম (ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড সেলস্), গেøাব সফট্ ড্রিংকস্ ও এএসটি বেভারেজ লি. সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন