শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

লাকী আখন্দের সাহায্যার্থে দুই দিনব্যাপী কনসার্ট

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত মুক্তিযোদ্ধা এবং বহু কালজয়ী গানের স্রষ্টা জনপ্রিয় সংগীতশিল্পী লাকী আখন্দের চিকিৎসা সাহায্যে দুই দিনব্যাপী কনসার্টের আয়োজন করা হয়েছে। ১৬ ও ১৭ আগস্ট সন্ধ্যায় ‘ট্রিবিউট টু স্যার লাকি আখন্দ’ নামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে প্রায় ৩০টি ব্যান্ড সংগীত পরিবেশন করবে। ব্যান্ড দলগুলোর মধ্যে রয়েছে তাহসান দ্য ব্যান্ড, আর্ভোভাইরাস, অ্যাভয়েড রাফা, ওল্ড স্কুল, অ্যাশেস, সহজিয়া, চাতক, ওয়ারসাইট, দুর্গ, অর্জন, হ্যাশ, নিউ সোনার বাংলা সার্কাস, আনস্পেসিফাইড, এক্সেনেমি, আপেক্ষিক, অর্ব অব উইন্টার, অ্যাক্রিড, অজ্ঞাতনামা, মানব, অসৃক, ঢাকা ১২০৭, রোদ, ইকুয়েশন, স্ক্রিচ, ফ্রিড, নীল নকশা, স্কিলড ও রেডিয়েশন। আয়োজকদের পক্ষে থেকে জানানো হয়েছে কনসার্ট উপভোগ করার জন্য কোনো টিকেটের ব্যবস্থা রাখা না হলেও প্রবেশ পথে ৫০ টাকা দিলে ভেতরে যাওয়ার অনুমতি মিলবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন