শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পুলিশের নৃশংসতার বিরুদ্ধে নাইজেরিয়ায় সংসদ অভিমুখে গণবিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ১০:৩১ এএম

নাইজেরিয়ায় পুলিশের নৃশংসতার বিরুদ্ধে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা গণবিক্ষোভের মধ্যে দেশটির সেনাবাহিনী পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়ার পর বিক্ষোভকারীরা সংসদ অভিমুখে গণমিছিল শুরু করেছে। কয়েক শত বিক্ষোভকারী বৃহস্পতিবার নাইজেরিয়ার সংসদের সামনে অবস্থান গ্রহণ করে।

সেনাবাহিনী জানিয়েছে, রাজধানী আবুজায় গণসমাবেশের উপর নিষেধাজ্ঞা অমান্য করে এই বিক্ষোভ করে বিক্ষোভকারীরা। সরকার বলছে, করোনাভাইরাসের বিস্তার রোধ করতে বৃহস্পতিবার সকালে ঐ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। স্লোগান দেওয়া জনতাকে বাণিজ্যিক কেন্দ্র লাগোসে রাস্তা অবরোধ করে পতাকা ও ব্যানার উড়াতে দেখা যায়। পরে অজ্ঞাত অস্ত্রধারীদের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। সামাজিক মাধ্যমে ভিডিওতে দেখা যায় যে কিছু লোক বাস থেকে নেমে বিক্ষোভকারীদের তাড়া করছে, তবে রয়টার্স এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি। সূত্র : ভয়েস অব আমেরিকা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন