শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মতলবের সিকিরচরে হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২০, ১০:৪৮ এএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মা-মেয়ের হাত-পা বেঁধে দুধর্ষ ডাকাতি। রোববার (১৮ অক্টোবর) ভোর রাত তিনটায় ছেংগারচর পৌরসভার সিকিরচর গ্রামের সরকার বাড়িতে (বেরিবাধের ভেতরে) একটি সশস্ত্র ডাকাতদল ঘন্টাব্যাপী এ ঘটনা ঘটায়। ডাকাতেরা বসতঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে হাত-পা বেঁধে লুট করে নেয় নগদ দেড় লাখ টাকা, তিনটি মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল।
ভুক্তিভোগি মাহফুজা বেগম আহাজারি করে জানান, ‘এদিন রাতে আমার স্বামী সাদেক সরকার ও মেয়ে আকলিমা সহ আমরা দোচালা ঘরে ঘুমিয়ে ছিলাম। আমার ছেলে,বৌ, নাতি-নাতনীরা একটি অনুষ্ঠানে যাওয়ায় চৌচালা ঘরটি ফাঁকা ছিলো’।
‘রাত তিনটায় হঠাৎ বিকট আওয়াজ শুনে আমার মেয়ে আকলিমা লাইট জ্বালিয়ে দরজা খুললে ডাকাতদল গলায় চাপাতি ধরে ডাক-চিৎকার করতে বাধা দেয়। এবং চিৎকার করলে ধর্ষণের হুমকি দেয়’। ডাকাতদলের একজন বলে ওঠে, ‘মুরুব্বী (সাদেক সরকার) ভালো মানুষ, ওনারে কিছু করার দরকার নাই’।
স্থানীয়রা জানান, এ ঘটনা দূরের কোন মানুষের হতে পারে না। কারণ ওরা (ডাকাতেরা) জানত যে বাড়িতে কেউ নেই। এ সুযোগ কাজে লাগিয়ে এ ঘটনা তারা ঘটিয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, ঘটনাটি আমরা জেনেছি। আমাদের টিম কাজ করছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন