শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘ম্যাড ম্যাক্স’ স্পিন-অফে ফিউরিওসা আনায়া টেলর-জয়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

জর্জ মিলারের অ্যাকশন ক্লাসিক ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’-এর স্পিন-অফ চলচ্চিত্রে ফিউরিওসার ভূমিকায় অভিনয় করবেন আনায়া টেলর-জয়। টেলর-জয় এর আগে এম নাইট শ্যামলনের সাইকোলজিক্যাল থ্রিলার ‘স্প্লিট’ এবং তার সিকুয়েল ‘গ্লাস’-এ অপহৃত কিশোরী কেসি কুকের ভূমিকায় অভিনয় করে খ্যাতি লাভ করেন। ২০১৫’র ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’-এ কেন্দ্রীয় ফিউরিওসার চরিত্রটি করেছিলেন শার্লিজ থেরন। চলচ্চিত্রটিতে ফিউরিওসা একজন যুদ্ধযান চালক যে তার গাড়িতে করে মহাবিপর্যয় পরবর্তী এক মহাদেশে অতিপ্রয়োজনীয় পানি বা জ্বালানি আনা-নেয়া করে। একসময় সে তার তার কাজ থেকে বিদ্রোহ করে সরে যায়। জানা গেছে, ফিউরিওসাকে নিয়ে স্বতন্ত্র চলচ্চিত্রটিতে ম্যাক্স রকাটান্সক্সির (টম হার্ডি) সঙ্গে দল বাঁধার অনেক আগে প্রধান চরিত্রের বেড়ে ওঠা এবং তার ফিউরিওসা হয়ে ওঠা তুলে ধরা হবে। ‘এক্সট্রাকশন’তারকা ক্রিস হেমসওয়ার্থ এবং ‘ওয়াচমেন’ তারকা ইয়াহিয়া আবদুল-মাতিন সেকেন্ডও অভিনয় করবেন। মিলার চলচ্চিত্রটি পরিচালনা করবেন। তার সঙ্গে প্রযোজনা করবেন তার দীর্ঘদিনের প্রযোজনা পার্টনার ডাগ মিচেল। মিলারের অস্ট্রেলিয়াভিত্তিক কেনেডি মিলার মিচেলের ব্যানারে ফিল্মটি নির্মিত হবে। ‘ফিউরি রোড’ সহ-চিত্রনাট্যকার নিকো ল্যাথুরিস এবারও মিলারের সঙ্গে চিত্রনাট্য লিখেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন