শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চলচ্চিত্র এক রাতের ভালবাসা আর থিয়েটার প্রতিশ্রুতি : ভিক্টর ব্যানার্জি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া আয়োজিত সম্প্রতিক ‘ফিল্ম বাজার’ কার্যক্রমে সুশান্ত মিশ্র পরিচালিত ‘জোসেফ: বর্ন ইন গ্রেস’ চলচ্চিত্রে ভিক্টর ব্যানার্জির পারফর্মেন্স ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এই ১৫ অক্টোবর এই অভিনেতা চুয়াত্তরে পা দিলেন। তিনি জানান সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কে খিলাড়ি’ তার ক্যারিয়ারকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। পাশাপাশি লেখ ট্যান্ডনের ‘দুসরি দুলহান’ তার সবচেয়ে প্রিয় চলচ্চিত্রের একটি। চার দশক বয়সী ক্যারিয়ারের এই অভিনয়শিল্পী এক সাক্ষাতকারে বলেন : “সত্যজিৎ রায়, ডেভিড লিন, মৃণাল সেন এবং শ্যাম বেনেগালের মত বিশ্বমানের চলচ্চিত্রকারদের অধীনে কাজ করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমি এমন এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলাম যেখানে সিনেমা দেখাকে নিরুৎসাহিত করা হত, আর তাতে অভিনয় করা ভাবতেই পারতাম না। ‘শতরঞ্জ কে খিলাড়ি’ যেহেতু (সত্যজিৎ) রায়ের ফিল্ম তাই তাতে কাজ করতে পেরেছিলাম। ১৯৭৭ সালের এই ক্লাসিকের জন্য আমি অনুমতি পেয়েছিলাম, আর আমার পরিবার উপলব্ধি করে অভিনয় একটি সম্মানজনক পেশা।” কোনও ফিল্মের কাজ শেষে তার বোধ বলতে গিয়ে তিনি বলেন : “ শেষ পারিশ্রমিক। ঠিক তাই। আর কিছু না। তবে থিয়েটারে অন্যরকম অনুভূতি। পরিবারে পরিণত হতে হয় আর প্রত্যেকে প্রত্যেকর ওপর নির্ভরশীল হতে হয়। চলচ্চিত্র অনেকটাই নৈর্ব্যক্তিক। নিজের স্ত্রী আর প্রমোদবালার সঙ্গে তুলনীয় এই দুই মাধ্যম। ফিল্ম হল এক রাতের প্রেম আর থিয়েটার হল প্রতিশ্রুতি।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন