শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় বাপ্পা মজুমদার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

নতুন একটি সিনেমার সঙ্গীত পরিচালনা করছেন সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবল্বনে ‘ভালোবাসা প্রীতিলতা’ সিনেমায় তিনি সঙ্গীত পরিচালনা করবেন। সিনেমাটি নির্মাণ করবেন প্রদীপ ঘোষ। এতে চারটি গান থাকবে। ইতোমধ্যে সঙ্গীত পরিচালনার পাশাপাশি বাপ্পা মজুমদার একটি গানে কন্ঠ দিয়েছেন। সঙ্গীত পরিচালক হিসেবে বাপ্পা প্রথম কাজ করেন হাছিবুল রেজা কল্লোল পরিচালিত ‘সত্ত্বা’ সিনেমায়। এই সিনেমায় তার সুর সঙ্গীতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জেমস ও মমতাজ বেগম। একই চলচ্চিত্রে সুরকার হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন বাপ্পা মজুমদার। তিনি বলেন, ‘আমার সুর সঙ্গীতে এরইমধ্যে একটি মৌলিক গানে কন্ঠ দিয়েছি। গানটি দ্রোহেরন তাই এতে আরো অনেক সঙ্গীতশিল্পীই কন্ঠ দিবেন। আপাতত এই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে। সিনেমায় একটি রবীন্দ্র সঙ্গীত এবং দ্বিজেন্দ্র লাল রায়ের দুটি গান থাকবে। ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্মিতব্য এই সিনেমার দায়িত্ব পেয়ে আমি ভীষন আনন্দিত। দর্শককে নিশ্চয়ই আরো ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা থাকবে আমার।’ বাপ্পা মজুমদার জানান, তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘বাপ্পা মজুমদার’ এ নতুন কিছু গান প্রকাশের জন্য নিজের নতুন কিছু গান নিয়েও ব্যস্ত রয়েছেন। উল্লেখ্য, ২০০৫ সালে প্রয়াত চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘সুভা’ সিনেমায় বাপ্পা মজুমদার প্রথম প্লে-ব্যাক করেন। ‘চাঁদের হাসিতে বাঁধ ভেঙ্গে যাবে’ গানটি তিনি গেয়েছিলেন। বাপ্পা মজুমদারের গানের অ্যালবামগুলো হচ্ছে ‘দিন বাড়ি যায়’, ‘ছুটি’, ‘ক’দিন পরেই ছুটি’, ‘ধুলো পড়া চিঠি’, ‘সূর্যস্নানে চল’,‘ রাত প্রহরী’,‘রাতের ট্রেন’,‘ ফিরে এসো’, ‘হৃদয়পুর’ ইত্যাদি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন