শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

লুবার রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হলো কণ্ঠশিল্পী মোস্তাকিনুন নাহার লুবার রবীন্দ্র সংগীতের প্রথম একক অ্যালবাম ‘এ গান আমার শ্রাবণে শ্রাবণে’। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং জি সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভ‚ঁইয়া। শিল্পী জানান, প্রকাশিত অ্যালবামটিতে রয়েছে ১২টি গান। তারমধ্যে শ্রোতারা আজ শ্রাবণের আমন্ত্রণে, আমি তখন ছিলেম মগন, শাওনগগনে ঘোর ঘনঘটা, পাগলা হাওয়ার বাদল দিনে, বাদল দিনের প্রথম কদম ফুল, ওই মালতীলতা দোলে, রিম ঝিম ঘন ঘন রে, এসো নীপবনে ছায়াবীথি তলে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, আজি ঝর ঝর মুখর বাদলদিনে, এসো শ্যামল সুন্দর ও মনমোর মেঘের সঙ্গী শিরোনামের গানগুলো শুনতে পাবেন। অ্যালবামটির সবগুলো গানের সংগীতায়োজন করেছেন রাসমোহন ভৌমিক। শিল্পী তার প্রথম অ্যালবামটি নিয়ে বলেন, এই অ্যালবাম আমার কাছে রাজ্য জয়ের মতোই আনন্দের। অনেকদিনের লালিত স্বপ্ন ছিলো রবি ঠাকুরের গান নিয়ে একটি একক অ্যালবাম করবো। অবশেষে সেই ইচ্ছে পূরণ হলো আমার। চেষ্টা করেছি শ্রোতাপ্রিয় গানগুলোকে নতুন করে উপস্থাপনের। আশা করি সবার ভালো লাগবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন