শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এবার হাবিবের গানের মডেল তানজিন তিশা

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : কণ্ঠশিল্পী ইমরানের ‘বলতে চেয়ে মনে হয় বলতে তবু দেয়না হৃদয়’ গানে সর্বশেষ মডেল হয়েছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি এই গানটি ইউটিউবে ভিউয়ার্স এক কোটি ছাড়িয়ে যাওয়ায় তানজিন তিশা বলেছিলেন আর কখনো মিউজিক ভিডিওর মডেল হবে না। কিন্তু তানজিন তিশা তার এই সিদ্ধান্তে অটল থাকতে পারলেন না। আবারো নতুন একটি গানের মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। হাবিবের গাওয়া ‘ওরে মন বেপরোয়া কেন আজ’ গানের মডেল হিসেবে কাজ করছেন। সম্প্রতি সিরাজগঞ্জের মনোরম লোকেশনে অনন্য মামুনের নির্দেশনায় মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। এতে হাবিব এবং তানজিন তিশা দু’জনই মডেল হিসেবে কাজ করছেন। আবারো মিউজিক ভিডিওর মডেল হওয়া প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘কিছুদিন আগে বলেছিলাম আর মিউজিক ভিডিওতে কাজ করবোনা। কারণ দুই থেকে তিনমাসের মধ্যে চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছি। কিন্তু এরমধ্যে দর্শকের কাছ থেকে আমার এবং ইমরানের আবার একসঙ্গে কাজ করার জন্য বহু অনুরোধ এসেছে। এছাড়া প্রতিনিয়তই মিউজিক ভিডিওতে কাজ করার প্রস্তাব আসছে। তবে হাবিব ভাইয়ের গানটা যেমন অসাধারণ, মিউজিক ভিডিওর গল্পও দারুণ, পরিচালকও বেশ অভিজ্ঞ তাই সবমিলিয়ে এই কাজটি করছি। দর্শকের কথা ভেবেই মিউজিক ভিডিওটি করেছি। হয়তো এটাই হবে আমার শেষ মিউজিক ভিডিও। নতুন এই মিউজিক ভিডিওটি নিয়ে আমি খুবই আশাবাদী।’ তানজিন তিশা জানান, শিঘ্রই তার নতুন এই মিউজিক ভিডিওটি ইউটিউব’সহ বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে। এদিকে তানজিন তিশা নতুন তিনটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন। বিজ্ঞাপন তিনটি হচ্ছে ‘তিব্বত গিøসারিন’, ‘নিম ফেসওয়াস’ ও ‘প্রমি চাটনি’। তিনটি বিজ্ঞাপনই নির্মাণ করেছেন কলকাতার বিজ্ঞাপন নির্মাতা সনক মিত্র। এদিকে গত ঈদে দুটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হয়েছে তানজিন তিশা অভিনীত দুটি ঈদ ধারাবাহিক। এস এ হক অলিকের নির্দেশনায় তিশাকে দেখা গেছে ‘ভালোবাসা ভালোবাসি’ এবং রুনির নির্দেশনায় দেখা গেছে ‘ঘাড়তেড়া মজনু’ নাটকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন