শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিশেষ টেলিফিল্ম স্মৃতির মিনার

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: আজ চ্যানেল আইতে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘স্মৃতির মিনার’। রচনা ও পরিচালনা করেছেন রানা মাসুদ। অভিনয়ে ড. ইনামুল হক, ওমর আয়াজ অনি, শামীমা তুষ্টি, এম এ আলম সোহাগ, শামীম, এনায়েত কবির খান সূর্য, প্রিয়ন্তী শাবন ও শিশু শিল্পী ত‚র্ণ। প্রচার হবে রাত ৭.৫০ মিনিটে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতিরজনক বঙ্গবন্ধুর মৃত্যুর সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে তার একনিষ্ঠ ভক্ত যুবক হায়দার চোখে কালো কাপড় বেঁধে একাই মহাসড়কে চিৎকার করে প্রতিবাদ করতে থাকলে একটি ঘাতক মাইক্রো তাকে চিরতরে পঙ্গু করে চলে যায়। তারপর থেকে নিজবাড়ির বারান্দায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি গড়ে প্রতি বছর ১৫ আগস্ট হুইল চেয়ারে বসে তাকে শ্রদ্ধাঞ্জলি জানায়। ঢাকায় থাকা একমাত্র ছেলে রাসেদ বাবার এই মফস্বলের বাড়িটি বিক্রি করে ঢাকায় শ্বশুরের দেয়া জায়গায় এপার্টমেন্ট করার কথা ভাবলে হায়দার সাব সাব জানিয়ে দেয় এই বাড়িটি তার কাছে একটি স্মৃতি সৌধ তাই তার জীবদ্দশায় সেটা হবার নয়। তারপর শুরু হয় বাপ ছেলের টানা পোড়েন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন