বিনোদন ডেস্ক : জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ১৫ আগস্ট বিশেষ আয়োজনে অনুষ্ঠানমালা সাজিয়েছে মাছরাঙা টেলিভিশন। সকাল ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে প্রামাণ্যচিত্র ‘টুঙ্গিপাড়ার খোকা’। সকাল এগারোটায় থাকছে শিশুতোষ চলচ্চিত্র ‘আমাদের বঙ্গবন্ধু’। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে প্রামাণ্যচিত্র ‘স্বাধীন দেশে ফিরে এলেন বঙ্গবন্ধু’ প্রচারিত হবে দুপুর ১টা ৩০ মিনিটে। বঙ্গবন্ধু সরকারের সাড়ে ৩ বছরের ঘটনাপ্রবাহ নিয়ে প্রামাণ্যচিত্র ‘সোনালী দিনগুলি’ প্রচার হবে বিকাল ৩টা ৩০ মিনিটে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে থাকছে প্রামাণ্যচিত্র ‘টি-৫৪’। বিশেষ অনুষ্ঠান ‘রক্তাক্ত ১৫ আগস্ট’ প্রচার হবে রাত ৮টা ৫০ মিনিটে। সংগীতানুষ্ঠান ‘বঙ্গবন্ধুকে নিয়ে’ থাকছে রাত ১১ টায়। সুজেয় শ্যামের উপস্থাপনায় এতে গান পরিবেশন করবেন অপু ও নির্ঝর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন