‘মেন ইন বø্যাক’ (১৯৯৭) চলচ্চিত্রের জন্য খ্যাত ব্যারি সনেনফিল্ড পরিচালিত ফ্যামিলি ফ্যান্টাসি ফিল্ম ‘নাইন লাইভস’। ‘দি অ্যাডামস ফ্যামিলি’ (১৯৯১), ‘ফর লাভ অর মানি’ (১৯৯৩), ‘অ্যাডামস ফ্যামিলি ভ্যালুজ’ (১৯৯৩), ‘গেট শর্টি’ (১৯৯৫), ‘ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট’ (১৯৯৯), ‘বিগ ট্রাবল’ (২০০২), ‘মেন ইন বø্যাক টু’ (২০০২), ‘আরভি’ (২০০৬) এবং ‘মেন ইন বø্যাক থ্রি’ (২০১২) সনেনফিল্ড পরিচালিত চলচ্চিত্র।
টম ব্র্যান্ড (কেভিন স্পেসি) একজন বিলিয়নেয়ার। পেশায় তার মত সফল আর একজন আছে কিনা সন্দেহ। তার কোম্পানি ফায়ারব্র্যান্ড সাফল্যের একেবারে দ্বারপ্রান্তে আছে। উত্তর গোলার্ধের সর্বোচ্চ স্কাইস্ক্রেপারটি তৈরি হবে গেলে তা হবে তার সাফল্যের সবচেয়ে বড় কীর্তি। কিন্তু আর সব ব্যস্ত মানুষের মত ব্র্যান্ডের হাতেও তার পরিবারের জন্য তেমন কোনও সময় নেই। তার সুন্দরী স্ত্রী লারা (জেনিফার গার্নার) আর কন্যা রেবেকার (ম্যালিনা ওয়াইসম্যান) তাকে নিয়ে অনেক অভিযোগ। সামনে রেবেকার ১১তম জন্মদিন। প্রতি বছরের মতে এবারও তার আশা উপহার হিসেবে সে একটি বেড়াল পাবে বাবার কাছ থেকে। টম কিন্তু বেড়াল অপছন্দ করে। কিন্তু মেয়েকে তো তার প্রিয় উপহারটি দিতেই হবে। তার জিপিএস তাকে এক ভিন্ন ধরনের পোষা প্রাণীর দোকানে নিয়ে যায়। সেখানে আছে অদ্ভুত আর ভিন্ন জাতের সব বেড়াল। দোকানের মালিক ফেলিক্স পার্কিন্স (ক্রিস্টোফার ওয়ালকেন) তার হাতে একটি সুন্দর বেড়াল তুলে দেয়। বেড়ালটির নাম মি. ফাযিপ্যান্টস। মেয়ের হাতে তার স্বপ্নের বেড়ালটি তুলে দেবার পথে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। আর তাতে টম সেই বেড়ালটির শরীরে বন্দী হয়ে যায়। নিজের পরিবারের পোষা এক প্রাণীতে পরিণত হয় টম মি. ফাযিপ্যান্টসের রূপে। পরিবারকে সে নতুন করে আবিষ্কার করতে শুরু করে একটি পরিবারের পোষা বেড়াল হিসেবে এক অনন্য অভিজ্ঞতা হয় তার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন