শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

থাইল্যান্ডে সরকারবিরোধী টেলিভিশনের সম্প্রচার বন্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২০, ১১:১৩ এএম

থাইল্যান্ড সরকারের সমালোচনাকারী একটি অনলাইন টেলিভিশন স্টেশনের সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন দেশটির একটি আদালত। তিন মাস ধরে চলা বিক্ষোভ বন্ধের লক্ষ্যে জারি করা জরুরি অবস্থা লঙ্ঘনের দায়ে গতকাল মঙ্গলবার ওই টেলিভিশন স্টেশনটিকে অভিযুক্ত করেছেন আদালত, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক সংবাদ সম্মেলনে দেশটির ডিজিটাল মন্ত্রণালয়ের মুখপাত্র পুতচাপং নডথাইসং জানান, ‘ভুয়া তথ্য’ আপলোড করে ভয়েস টিভি থাইল্যান্ডের কম্পিউটার অপরাধ আইনও লঙ্ঘন করেছে। প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চা ও রাজতন্ত্রের বিরুদ্ধে চলমান বিক্ষোভ বন্ধে থাইল্যান্ডের সরকার তাদের দৃষ্টিতে ক্ষতিকারক মনে হওয়া সংবাদ প্রকাশ ও বিক্ষোভে নিষেধাজ্ঞা দিয়েছে। এতে দেশটির সরকার বিভিন্ন মানবাধিকার সংগঠনের সমালোচনা কুড়িয়েছে।

ভয়েস টিভির প্রধান সম্পাদক রিত্তিকর্ন মাহাখাছাভর্ন জানিয়েছেন, আদালতের আদেশ তাদের হাতে না পৌঁছানো পর্যন্ত তারা সম্প্রচার অব্যাহত রাখবেন। “আমরা জোরালোভাবে জানাচ্ছি যে আমরা সাংবাদিকতার নীতির ভিত্তিতে কাজ করে যাচ্ছি এবং আমরা এখনো আমাদের কাজ চালিয়ে যাবো,” বলেছেন তিনি। আরও তিনটি গণমাধ্যমকে নিয়ে তদন্ত চলছে বলে সোমবার থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছিল।

জুলাইয়ের মাঝামাঝি থেকে যে দেশটির রাস্তায় রাস্তায় যে বিক্ষোভ চলছে তাকে কয়েক দশকের মধ্যে রাজতন্ত্রবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ বলা হচ্ছে। এই বিক্ষোভ একই সঙ্গে রাজা মাহা ভাজিরালংকর্ন ও প্রধানমন্ত্রী প্রায়ুথের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে।
ক্ষমতা টিকিয়ে রাখতে গত বছরের নির্বাচনে প্রায়ুথ কারচুপি করেছিলেন বলে বিরোধীরা অভিযোগ করে এলেও থাই এ প্রধানমন্ত্রী তা প্রত্যাখ্যান করেছেন। বিক্ষোভের মুখে পদত্যাগ করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

চলমান সংকট নিয়ে আগামী সপ্তাহে পার্লামেন্টে জরুরি অধিবেশন ডাকার ব্যাপারে মঙ্গলবার প্রায়ুথের মন্ত্রিসভা সম্মত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। পার্লামেন্টে প্রায়ুথের দলের সংখ্যাগরিষ্ঠতা আছে। সূত্র : রয়টার্স

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন