শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রামুতে পাহাড় ধ্বসে ২ জনের মৃত্যু

রামু (উপজেলা) সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২০, ১১:২৪ এএম

রামুতে অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি ধ্বসে ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উখিয়ারঘোনা স্কুল পাহাড় এলাকার মৃত মোঃ হোছনের ছেলে আলী আহমদ (৩৫) ও মোঃ কালুর ছেলে মুজিবুর রহমান (৩২)।
এরা দুজনই পরিবহন শ্রমিক।

ঘটনার সময় নিহত ২ জনসহ একদল শ্রমিক পাহাড়ের মাটি কাটার কাজ করছিলেন বলে জানা গেছে। এসময় আকষ্মিকভাবে মাটি ধ্বসে আলী আহমদ ও মুজিবুর রহমান মাটির নিচে চাপা পড়েন।

স্থানীয় জনতার সহায়তা পুলিশ মাটি সরিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে।
বুধবার সকালে ঘটনাস্থলে যান রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।

তিনি ২জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আধারে নির্বিচারে পাহাড় নিধন করছিলো। কয়েকদিন আগেও তিনি এখানে পাহাড় নিধন বন্ধে অভিযান চালিয়েছিলেন বলে জানান।

রামু থানার অফিসার ইনচার্জ মোঃ আজমিরুজ্জামান জানান মৃতদেহগুলো থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন