শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

জুমার খুৎবায় স্বাস্থ্যবিধি ব্যাপকভাবে প্রচার করুন ইসলামিক ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২০, ৫:২০ পিএম

কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের সকল মসজিদের মাইকে ও জুমার নামাজের খুৎবায় স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক ব্যাপক প্রচারণার জন্য ইমাম-খতিব ও পরিচালনা কমিটির প্রতি অনুরোধ জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক্ষ। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও কর্মীবৃন্দকে নিম্নোক্ত স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনাগুলো প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। নির্দেশনাগুলো হচ্ছে, করোনা মহামারি থেকে সুরক্ষার জন্য বেশি বেশি দোয়া ও ইস্তিগফার পড়ুন, মসজিদে আগত মুসল্লিগণ মাস্ক ব্যবহার করুন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পড়ুন, কিছুক্ষণ পরপর সাবান ও পানি দিয়ে ২০ সেকেন্ড যাবত দুই হাত ভালভাবে পরিস্কার করুন, ভিড় বা জনসমাগম এড়িয়ে সকল কাজে পারস্পরিক দূরত্ব বজায় রাখুন, হাঁচি-কাঁশির সময় টিস্যু অথবা কাপড় ব্যবহার করুন বা বাহুর ভাজে নাক-মুখ ঢেকে রাখুন, নাক, মুখ ও চোখ অপরিস্কার হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকুন, যে কোন অসুস্থ ব্যক্তি বাড়ির বাইরে অবস্থান বা চলাফেরা অথবা মসজিদে আসা থেকে বিরত থাকুন, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হোন এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত করমর্দন ও কোলাকুলি থেকে বিরত থাকুন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন