শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে মসজিদে বিশেষ দোয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২১, ৬:২৭ পিএম

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়, বায়তুল মোকাররম কার্যালয়, সকল বিভাগীয়-জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন কেন্দ্র ও ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমিসহ অন্যান্য সকল অফিস ভবনে ১৭ আগামীকাল বুধবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে ১৭ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকালে ১০০ জন কোরআনে হাফেজের মাধ্যমে ১০০ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদ, জমিয়তুল ফালাহ মসজিদ ও রাজশাহীর হেতেম খাঁ মসজিদেও কোরআনখানি ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

এছাড়া আগামীকাল বাদ যোহর দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া জাতির পিতা এবং তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয়-জেলা-উপজেলা কার্যালয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করা হবে। ইসলামিক মিশনের সকল কেন্দ্র ও মক্তবসমূহেও আলোচনা সভা, কোরআনখানি ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১৭ মার্চ সকাল থেকে ১০০ জন হাফেজের মাধ্যমে ১০০ কোরআন খতম ও দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এছাড়া তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে আগামীকাল সকালে বনানী কবরস্থানেও কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জাতির পিতার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়সহ জেলা ও উপজেলা কার্যালয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শিরোনামে আলোচনা সভা আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ের স্বাস্থ্যসেবা কেন্দ্র, বায়তুল মোকাররম ডায়াগনস্টিক সেন্টার, ঝালকাঠি হাসাপাতালসহ ইসলামিক মিশনের ৫০টি কেন্দ্রে দিনব্যাপি ফ্রি চিকিৎসা সেবা এবং প্যাথলজিক্যাল সেবাসহ ঔষধ প্রদান করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন