শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

টিআরপির শীর্ষে ‘মোহর’, শীর্ষ পাঁচ থেকে ছিটকে গেল ‘কৃষ্ণকলি’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

চলতি সপ্তাহে পশ্চিম বঙ্গের টিভির টিআরপি তালিকায় আমূল পরিবর্তন দেখা গেছে। ‘করুণাময়ী রানী রাসমণি’কে হটিয়ে জায়গা করে নিয়েছে সোনামনি সাহা এবং প্রতীক সেন অভিনীত মোহর। আর জনপ্রিয় ‘কৃষ্ণকলি’ নেমে গেছে শীর্ষ পাঁচ থেকে। দিতিপ্রিয়া রায় অভিনীত জি বাংলার জনপ্রিয় পিরিয়ড ড্রামা ‘করুণাময়ী রানী রাসমণি’ দুই সপ্তাহ শীর্ষে থাকার পর দুই নম্বরে নেমে এসেছে। শঙ্খদীপ আর মোহরের বিয়ে আর পেছনে শ্রেষ্ঠ’র ষড়যন্ত্রের প্লট নিয়ে মোহর এখন শীর্ষে। রেজওয়ান রব্বানি শেখ এবং দেবচন্দ্রিমা সিংহ রায়ের অভিনয়ে ‘সাঁঝের বাতি’ আছে তিন নম্বরে। চারু আর আর্য’র কেমিস্ট্রি দর্শকরা যে পুরো উপভোগ করছে তা বোধগম্য। পাশাপাশি ‘খড়কুটো’ সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় ভাল অবস্থানে ছিল আর চলতি সপ্তাহে এটি চারে উঠে এসেছে। শ্রীময়ী’র নির্মাতারা শীর্ষ পাঁচে ওঠার জন্য প্রাণান্ত চেষ্টা করে গেছে আর এই সপ্তাহে তারা সাফল্য পেয়েছে, স্টার জলসার ধারাবাহিকটি এখনর পঞ্চম স্থানে। জি বাংলার ‘কৃষ্ণকলি’ এই সপ্তাহে ছয়ে নেমে গেছে। শ্যামার গর্ভধারণ আর তার মত দেখতে আম্রপালির ষড়যন্ত্রের ট্র্যাক সম্ভবত দর্শকদের একঘেয়ে লাগছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে জি বাংলা যেখানে ধারাবাহিকে এগিয়ে থাকত তার জায়গা করে নিয়েছে স্টার জলসা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন