শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

নিক্সন চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২০, ৪:২৫ পিএম

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান। জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি শেষে আদালত 'নো অর্ডার' বলে আদেশ দিয়েছেন। ফলে হাইকোর্টের দেওয়া আট সপ্তাহের জামিন বহাল রয়েছে।

আজ বৃহস্পতিবার শুনানিকালে রাষ্ট্র পক্ষ থেকে বলা হয়, নিক্সন চৌধুরী একজন সংসদ সদস্য হয়ে অশালীন আচরণ করেছেন।

এরপর আদালত নিক্সন চৌধুরীর আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, একজন সংসদ সদস্য হয়ে তিনি কি এগুলো (অশালীন মন্তব্য) করতে পারেন?

জবাবে নিক্সন চৌধুরীর আইনজীবী আব্দুল বাসেত মজুমদার আদালতকে বলেন, তাকে (নিক্সন চৌধুরী) ব্লাকমেইল করতে এটা সাজানো হয়েছে।

আদালতে নিক্সন চৌধুরীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।

শুনানি শেষে আদালত আদেশে বলেন, ৮ সপ্তাহের জামিন দেওয়া হয়েছে। তাই হস্তক্ষেপ করছি না। এরপর আদালত 'নো অর্ডার' বলে আদেশ দেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের করা মামলায় গত ২০ অক্টোবর হাইকোর্ট নিক্সন চৌধুরীকে ৮ সপ্তাহের জামিন দেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ১৫ অক্টোবর নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ফরিদপুরের চরভদ্রাসন থানায় মামলা করে নির্বাচন কমিশ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন