২০১৩ সালের সায়েন্স ফিকশন অ্যাপোক্যালিপ্টিক হরর ফিল্ম ‘ওয়ার্ল্ড ওয়ার যি’র সিকুয়েলকে উপলক্ষ করে অভিনেতা ব্র্যাড পিট তার অভিনয়ে নির্মিত ‘সেভেন’ এবং ‘ফাইট ক্লাব’ চলচ্চিত্র দুটির পরিচালক ডেভিড ফিঞ্চারের অধীনে কাজ করার জন্য আবার দলবদ্ধ হয়েছেন।
প্রথম চলচ্চিত্রটির পরিচালক জে এ বেয়োনাকে পরিচালক হিসেবে রাজি করাতে ব্যর্থ হবার পর থেকে ধারণা করা হচ্ছিল অত্যন্ত সম্ভাবনাময় সিকুয়েলটির পরিকল্পনা বোধ হয় মাঠেই মারা গেল। কিন্তু সিকুয়েলের অন্যতম প্রযোজক পিট হার মানবার পাত্র নন। তিনি তাদের পরিকল্পনাটিকে রক্ষা করার জন্য শেষ পর্যন্ত ফিঞ্চারের দুয়ারে কড়া নাড়েন।
পিট আর দুই প্রযোজনা সংস্থা স্কাইড্যান্স ও প্যারামাউন্টের শীর্ষ নির্বাহীরা ফিঞ্চারের সঙ্গে সাক্ষাৎ করে তাকে পরিচালনা করা জন্য অনুরোধ করলে তিনি রাজি হয়ে যান।
ফিঞ্চারের সঙ্গে চুক্তি চ‚ড়ান্ত হয়েছে কিনা জানা যায়নি তবে এই খুঁতখুঁতে নির্মাতা কাজটি নিলে তিনি কাহিনী, চিত্রনাট্য ঢেলে সাজাতে পারেন।
ফিঞ্চারের সর্বশেষ চলচ্চিত্র ‘গন গার্ল’। তিনি পিটের সঙ্গে ‘দ্য কিউরিয়াস কেইস অফ বেনজামিন বাটন’ চলচ্চিত্রেও কাজ করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন