শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আরও রিয়েলিটি শোতে অংশ নিতে আগ্রহী কিশোয়ার মার্চেন্ট

প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

‘বিগ বস’ রিয়েলিটি শোতে অংশগ্রহণকারী অভিনেত্রী কিশোয়ার মার্চেন্ট জানিয়েছেন তিনি ‘খাতরোঁ কে খিলাড়ি’সহ এই ধরনের আরও স্টান্ট-ভিত্তিক রিয়েলিটি শোতে অংশ নিতে চান।
“আমি ‘খাতরোঁ কে খিলাড়ি’র মত রিয়েলিটি শোতে অংশ নিতে চাই। আমি চলচ্চিত্রে কাজ করতেও আগ্রহী, তবে ভ‚মিকাটি শক্তিশালী আর আকর্ষণীয় হতে হবে। যদি দৃশ্যের সংখ্যা দুটিও হয় তা হতে হবে আমাকে কেন্দ্র করে পারফর্মেন্স-প্রধান,” কিশোয়ার বলেন। তিনি বর্তমানে জি টিভির ফ্যান্টাসি ও অতিপ্রাকৃতিক সিরিয়াল ‘ব্রহ্মরাক্ষস- জাগ উঠা শয়তান’-এ অভিনয় করছেন।
“আমি এতে চার বা পাঁচ পর্বের জন্য আসিনি, আমি ফিরে ফিরে আসব। এতে অবস্থান হবে শক্তিশালী,” তিনি বলেন।
তার নাটক সেল্ফি সম্পর্কে তিনি বলেন, “এর বিষয়বস্তু ছবি তোলা নিয়ে নয়। এটি নিজের ভেতরটাকে দেখা আর সুভাবনার বিষয় নিয়ে লেখা। এটি এটি রেল স্টেশনে অপেক্ষারত পাঁচটি তরুণীকে নিয়ে। তারা একসময় তাদের জীবন নিয়ে কথা বলতে শুরু করে এবং পরস্পরকে তাদের উপলব্ধি সম্পর্কে জানায়।”
তিনি বলেন, “জীবন নিয়ে আমি সুখী। নাটক করছি, একটি টিভি শোতে আছি আর রোমান্সেও আমি সন্তুষ্ট। আমি মনে করি সব নিখুঁত।”
কিশোয়ার জানান এই ডিসেম্বরেই তিনি বিয়ে করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন