বিনোদন ডেস্ক : গত ঈদে সাগর জাহানের রচনা ও পরিচালনায় বাংলাভিশনে প্রচার হয়েছিল ছয় পর্বের ধারাবাহিক নাটক অ্যাভারেজ আসলাম। এবারের ঈদেও ধারাবাহিকটির সিক্যুয়াল প্রচার হবে। এবার নাম দেয়া হয়েছে অ্যাভারেজ আসলামের বিবাহ বিভ্রাট। গত পর্বগুলোতে চমক হিসেবে ছিলেন মোনালিসা। আর এবারের পর্বগুলোতে তার জায়গায় আসছেন অভিনেত্রী সুজানা জাফর। এ প্রসঙ্গে সুজানা বলেন, ধারাবাহিকটির গল্পটি খুবই মজার। একদিন শুটিং করেছি। বাকিটা কক্সবাজার করব। আশা করছি, দর্শক এবারও ধারাবাহিকটি উপভোগ করবেন। উল্লেখ্য, ধারাবাহিকটির নাম ভূমিকায় অভিনয় করছেন মোশাররফ করিম। অন্যান্য চরিত্রে আছেন জেনি, মুনিরা মিঠু, শামীমা নাজনীন, সাজু খাদেম, মারজুক রাসেল, কচি খন্দকার ও নাজমুল হুদাসহ আর অনেকে। গত ১১ আগস্ট পুরান ঢাকায় নাটকটির শূটিং শুরু হয়। এখানে দৃশ্যধারণ শেষে পুরোটিম চলে যাবে কক্সবাজারে। ঈদুল আজহার দিন থেকে নাটকটির প্রচার শুরু হবে বাংলাভিশনে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন