বিনোদন ডেস্ক : হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রীর যাত্রী’ চলচ্চিত্রে যুক্ত হলেন চিত্রনায়ক স¤্রাট। এতে অতিথি শিল্পী হিসেবে তিনি অভিনয় করতে যাচ্ছেন। সম্রাট জানান, আমাদের দেশে এক সময় সিনিয়র শিল্পীরা এ ধরনের চরিত্রে অভিনয় করেছেন। এরপর কেন জানি বর্তমানে অনেকেই এ ধরনের চরিত্রে অভিনয় করতে চান না। হয়তো ইগোর কারণে হতে পারে। তবে অভিনয়ের স্বার্থে এটা করা উচিত। দেশে-বিদেশে যেমন বলিউড, হলিউডে এটা সব সময় হয়ে এসেছে এবং আমার বাবাকেও (নায়করাজ রাজ্জাক) এমন অতিথি শিল্পী হিসেবে কাজ করতে দেখেছি। বলতে পারেন সেই পুরনো প্রথার প্রতি সম্মান রেখে এবং সম্পর্কের কারণে ‘রাত্রীর যাত্রী’তে কাজ করতে যাচ্ছি। হাবিবুল ইসলাম হাবিব জানান, রাত্রীর যাত্রী ছবিতে শুরু থেকেই গুণী এবং জনপ্রিয় শিল্পীদের নিয়ে কাজ করে আসছি। এবার নায়ক স¤্রাট রাত্রীর যাত্রীতে যুক্ত হয়ে নতুন মাত্রা যোগ করলেন। রাত্রীর যাত্রী সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী, সালাহউদ্দিন লাভলু, আনিসুর রহমান মিলন, এ টি এম শামসুজ্জামান, শহিদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল, রেবেকা পারভিন, সোনিয়া হোসেন, শিমুল খান, আনান জামান, জিয়া তালুকদার, মুক্তা হাসান, লায়লা নাঈম, সাদিয়া আফরিনসহ আরও অনেকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন