অনলাইনে নয়, আগের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেয়া হবে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে কেন্দ্রে গিয়ে। গতকাল রোববার ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান।
তিনি বলেন, সবকিছু বিবেচনা করে সভায় ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আগের মতো ভর্তি পরীক্ষায় এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফল বিবেচনা করা হবে কিনা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডঃ মোহাম্মদ নাসিম হাসান দৈনিক ইনকিলাবকে বলেন, ডিন কমিটির মিটিং এ দুইটি বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাহলো- অনলাইনে নয়, সরাসরি নেয়া হবে ভর্তি পরীক্ষা। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে। তবে ভর্তি পরীক্ষা সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত সিদ্ধান্ত নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন