মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঢাকা আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

আগামী বছরের শুরুতে ঢাকা সফর করবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। করোনা পরিস্থিতির উন্নতি হলে জানুয়ারিতে ঢাকায় প্রস্তাবিত ডি-৮ শীর্ষ সম্মেলন কিংবা মার্চে মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে পারেন তিনি। আঙ্কারার তরফে এমন ধারণা দেয়া হয়েছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে আগ্রহী প্রেসিডেন্ট এরদোগান। অনেক আগে থেকেই তার সফরের কথাবার্তা চলছে। করোনার কারণে এটি থমকে আছে। পরিস্থিতির উন্নতি হওয়া মাত্রই এরদোগানের সফরটি হবে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় জানুয়ারিতে ডি-এইট এর শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি হওয়ার সম্ভাবনাই বেশি। এমন ধারণা দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সে ক্ষেত্রে ১৭ই মার্চ মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে প্রেসিডেন্টের স্ব-শরীরে অংশগ্রহণের প্রবল সম্ভাবনা রয়েছে।

এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপে আগামী ডি-৮ সম্মেলন বা মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কের প্রেসিডেন্ট সম্মত জানিয়ে বলেন, আমরা তাকে স্বাগত জানাতে উদগ্রীব হয়ে আছি। তিনি যেভাবে সফরের আগ্রহ দেখিয়েছেন তাতে আমরা খুবই আনন্দিত। ঢাকায় তুরস্কের নতুন মিশন উদ্বোধনে শিগগির দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসছেন বলেও জানান মন্ত্রী মোমেন। তুর্কি প্রেসিডেন্টের ব্যক্তিগত আগ্রহে বাংলাদেশকে চতুর্থ দফায় করোনার চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এসব কথা বলেন।
গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা’য় ঢাকাস্থ তুর্কি রাষ্ট্রদূত উসমান তুরান প্রেসিডেন্ট প্রদত্ত ওই করোনার চিকিৎসা সামগ্রী পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী তার সাম্প্রতিক তুরস্ক সফরের প্রসঙ্গ টেনে বলেন, আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন উদ্বোধনের পর আমি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করি। সে সাক্ষাতে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন। তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য দুইশ’ কোটি ডলারে উন্নীতকরণে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া উভয় দেশের বাণিজ্য মেলায় পারস্পরিক অংশগ্রহণ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন।

বাংলাদেশে তুরস্কের সহযোগিতায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণে প্রয়োজনীয় জমি বরাদ্দের প্রস্তাবও দিয়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এখন সেই সব প্রস্তাব বাস্তবায়নে কাজ করছে। মন্ত্রণালয়ের তরফে জানানো হয়- তুরস্কের পক্ষ থেকে চতুর্থ দফায় প্রদেয় উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১০ হাজার পিস এন-৯৫ মাস্ক, ১০ হাজার পিস গাউন, ১০ হাজার কাভার অল, ২০টি ভেন্টিলেটর, ২০টি মনিটর এবং ২০টি স্ট্যান্ড সেট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (13)
Md Anwar Hossain Shohel ২৯ অক্টোবর, ২০২০, ১২:৫৩ এএম says : 0
Oshadharon ekta manush i love him.
Total Reply(0)
Mustak Ahmed ২৯ অক্টোবর, ২০২০, ১২:৫৩ এএম says : 0
প্রেসিডেন্ট রিসেপ তায়িব এরদোয়ানের জন্য অভিনন্দন
Total Reply(0)
Monjur Alom Chy ২৯ অক্টোবর, ২০২০, ১২:৫৪ এএম says : 0
রজব তাইয়্যেব এরদোগানের জন্য বাংলাদেশের ইসলামী দলগুলোর মাধ্যমে একটি সমাবেশ চাই যাতে বিশ্ব মুসলিম নেতা এরদোগানকে আমরা সম্মান করতে পারি
Total Reply(0)
Iqbal Al Shafi ২৯ অক্টোবর, ২০২০, ১২:৫৫ এএম says : 0
#we_love_mohammad_ﷺ_challenge #Boycott_French_Products #insult_is_not_freedom
Total Reply(0)
Masum Khan ২৯ অক্টোবর, ২০২০, ১২:৫৫ এএম says : 0
ইসলামিক নেতা,তাকে আইডল মানা দরকার প্রতিটা দেশের।
Total Reply(0)
MD Sohag ২৯ অক্টোবর, ২০২০, ১২:৫৬ এএম says : 0
আমার সবচেয়ে প্রিয় ইসলামিক নেতা ঢাকায় আসছে আমার কাছে এটা সবচেয়ে বড় খুশির সংবাদ আল্লাহর কাছে শুকরিয়া যাপন করছি আলহামদুলিল্লাহ
Total Reply(0)
Dinar Khan ২৯ অক্টোবর, ২০২০, ১২:৫৬ এএম says : 0
দল মত নির্বিশেষে সবাই স্বাগত জানানো উচিৎ বাংলাদেশের জন্য
Total Reply(0)
Tagi Ashfar ২৯ অক্টোবর, ২০২০, ১:১৭ পিএম says : 0
আহলান সাহলান! শাহ জালালের সোনার বাংলাদেশে প্রিয় নেতা এরদোগানকে স্বশ্রদ্ধ স্বাগতম।
Total Reply(0)
Mohammed noman ২৯ অক্টোবর, ২০২০, ২:৪০ পিএম says : 0
শুভেচ্ছা স্বাগতম
Total Reply(0)
Chamily ২৯ অক্টোবর, ২০২০, ৩:৩৬ পিএম says : 0
আমার ভালবাসাই সিক্ত হোক,তাহার আগমন। সুস্বাগত হে অনাগত।
Total Reply(0)
ফয়েজ আহম্মেদ। ৩০ অক্টোবর, ২০২০, ৫:০৭ এএম says : 0
আন্তরিক মোবারকবাদ।
Total Reply(0)
ফয়েজ আহম্মেদ। ৩০ অক্টোবর, ২০২০, ৫:০৭ এএম says : 0
আন্তরিক মোবারকবাদ।
Total Reply(0)
Md Habibur Ra ৩১ অক্টোবর, ২০২০, ৬:২৪ পিএম says : 0
সুভকামনা রইল
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন