মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে উলামা-মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে আজ শুক্রবার জুম’আ নামাজের পর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি ঢাকা- আরিচা মহাসড়কের পাশে ধামরাই পৌর শহরের ঢুলিভিটা জামে মসজিদের সামনে থেকে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়।
এ প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে নামাজের কয়েক হাজার মুসল্লি অংশগ্রহন করেন
পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জনের ঘোষনা দেন। । একই সময়ে কালামপুর বাজার জামে মসজিদের সামনে থেকেও একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন