বিশাল ফুরিয়ার পরিচালনায় ‘নাগিন’ নামের তিনটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলিউড তারকা শ্রদ্ধা কাপুর। চলচ্চিত্র তিনটিতে লগ্নি করবেন নিখিল দ্বিবেদী। এই সিরিজকে প্রেম কাহিনী হিসেবে উল্লেখ করেছে নির্মাতারা। শ্রদ্ধা জানিয়েছেন বলিউডে কয়েকজন কিংবদন্তী রূপায়িত ইচ্ছাধারী নাগিনের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি ধন্য বোধ করছেন। বিশেষ করে শ্রীদেবী সাপ থেকে মানবীর রূপ ধারণে সক্ষম নাগিনের ভূমিকায় অভিনয় করে সবচেয়ে খ্যাতি লাভ করেন। “পর্দায় নাগিনের ভূমিকায় অভিনয়ে সুযোগ পেয়ে ভাল লাগছে। শ্রীদেবী ম্যা’ম-এর ‘নাগিনা’ আর ‘নিগাহেঁ’ দেখে বড় হয়েছি, তখন এমন চরিত্রে অভিনয়ের কথা কল্পনা করতাম। এই চরিত্র আমাদের লোককাহিনীর অংশ, দর্শকরা সবসময় এমন কাহিনীতে মুগ্ধ হয়,” শ্রদ্ধা বলেন। নির্মাতারা শ্বাসরুদ্ধকর ভিএফএক্স আর স্পেশাল ইফেক্টস ব্যবহার করবেন বলে জানিয়েছেন। শ্রদ্ধা এর আগে রাজ অ্যান্ড ডিকে’র হরর কমেডি ‘স্ত্রী’তে (২০১৮ অভিনয় করেছেন। ‘ইচ্ছাধারী নাগিন’ ভারতীয় লোককাহিনীর অংশ হয়ে গেছে। এই বিষয় নিয়ে একতা কাপুরের ‘নাগিন’ সিরিয়ালের পঞ্চম সিজন চলছে এখন। এই বছরের শুরুতে টাইগার শ্রফের বিপরীতে শ্রদ্ধার সর্বশেষ ফিল্ম ‘ বাগি থ্রি’ মুক্তি পেয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন