‘নাগিন’ সিরিয়ালের দর্শকদের জন্য সুসংবাদ। অচিরেই কালার্স টিভির ফ্যান্টাসি সিরিয়ালটির দ্বিতীয় মৌসুম শুরু হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ কয়েকটি ভ‚মিকায় মৌনী রায় এবং আদা খানকে নিশ্চিত করার পর দক্ষ অভিনেত্রী সুধা চন্দ্রনকে সিরিয়ালটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিরিয়ালটিতে নাগিন শেষার ভ‚মিকায় অভিনয় করবেন আদা খান।
প্রথম মৌসুমে যামিনী চরিত্রটি দর্শকপ্রিয়তা পাবার পর সিরিয়ালটির ক্রিয়েটিভ টিম তাকে পরের মৌসুমে ফিরিয়া আনার সিদ্ধান্ত নেয়। আর এই চরিত্রেই সুধা অভিনয় করেছিলেন আর করবেন। শোতে তার চরিত্রটি কেমন করে আকার পাবে তা জানা যায়নি। অভিনেত্রীটি তার অন্তর্ভুক্ত হবার তথ্যটি নিশ্চিত করেছেন।
‘নাগিন’ সিরিয়ালের দ্বিতীয় মৌসুমটি সেপ্টেম্বরের কোনও এক সময় শুরু হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন