বিনোদন ডেস্ক : তৌকীর আহমেদ একাধারে অভিনেতা, নাট্যকার ও নির্মাতা। তার এই পরিচয়ের পাশাপাশি আরেকটি পরিচয় যুক্ত হয়েছে। গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার পরিচালিত ‘অজ্ঞাতনামা’ সিনেমায় দুটি গান লিখেছেন তিনি। সিনেমাটির গান দুটি হচ্ছে টাইটেল গান অজ্ঞাতনামা এবং সন্তান। প্রথমটি গেয়েছেন রোকন ইমন। দ্বিতীয়টি গেয়েছে চিরকুট ব্যান্ডের পিন্টু ঘোষ। তৌকীর বলেন, অজ্ঞাতনামা মঞ্চনাটক হিসেবে লিখেছিলাম। এটাকে চলচ্চিত্রে রূপ দেয়ার পর মনে হলো গান দরকার। গল্পটার মধ্যেই যেহেতু আমি ছিলাম, তাই প্রয়োজন অনুযায়ী দুটি গান লিখেছি। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। নিয়মিত গান লেখা প্রসঙ্গে বলেন, এটা সময়ই বলবে। ইচ্ছে তো আছেই। অন্যরা যদি তাদের সিনেমায় লিখতে বলেন, সময়-সুযোগ হলে আর গল্পটার সঙ্গে নিজেকে প্রাসঙ্গিক মনে করলে গান লিখতেও পারি। উল্লেখ্য, অজ্ঞাতনামা তৌকীরের চতুর্থ চলচ্চিত্র। গত মে মাসে অনুষ্ঠিত ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখায় অংশ নেয় এটি। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত সিনেমাটি মুক্তি পাবে ১৯ আগস্ট। তৌকীরের আগের তিনটি ছবি হলো জয়যাত্রা (২০০৪), রূপকথার গল্প (২০০৬) ও দারুচিনি দ্বীপ (২০০৭)। হালদা নদীকে ঘিরে নতুন একটি চলচ্চিত্র হালদা নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন