রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এখন চলচ্চিত্র আছে বলে মনে হচ্ছে না-সোহেল রানা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

চলচ্চিত্রের ড্যাশিং হিরো হিসেবে পরিচিত সোহেল রানা। একাধারে তিনি নায়ক, প্রযোজক ও পরিচালক। নায়ক হিসেবে প্রায় তিনশ’ সিনেমায় অভিনয় করেছেন। প্রযোজনা করেছেন ৩৫টি সিনেমা প্রযোজনা এবং অর্ধশত সিনেমা পরিচালনা করেছেন। স্বীকৃতিস্বরূপ একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গেও দীর্ঘদিন জড়িত ছিলেন। সম্প্রতি তিনি রাজনীতি থেকে সরে এসেছেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সময়নিষ্ঠ এবং রুটিন মাফিক চলা এই অভিনেতার সময় এখন কাটছে অনেকটা নীরবে। বার্ধক্য জনিত ও কিছু রোগেও ভুগছেন। তবে রুটিন মাফিক জীবন ও চিকিৎসকের পরামর্শে সুস্থতার সঙ্গে জীবনযাপন করতে পারছেন। নিয়মিত নামাজ আদায়, কোরআন শরীফ পড়াসহ রুটিন মতো কাজ করছেন। পুরনো দিনের স্মৃতির কথা স্মরণ করে সোহেল রানা বলেন, পুরোনো দিনের কথা ভাবি মাঝেমাঝে। অনেক স্মৃতিই চোখের সামনে ভেসে ওঠে। আগের আর এখনকার চেহারা মেলাতে পারি না। টেলিভিশন, ফেসবুকে আমার ছবি দেখলে অজান্তেই চোখে পানি আসে। কোনো দুঃখ, হতাশা বা বেদনায় না। এমনিতেই হয়। চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, কয়েক বছর আগে বলেছিলাম চলচ্চিত্র শিল্প লাইফ সাপোর্টে আছে। তখন অনেকে এ কথা শুনে হাসি-ঠাট্টা করেছিল। সবাই বলেছিল ঠিক বলিনি। এখন তারা কি বলবে? এখন চলচ্চিত্র আছে তবলে এমন মনে হচ্ছে না। এ শিল্প এখন মৃত লাশের মতো। কারণ বলার প্রয়োজন বোধ করছি না। সবাই তা জানেন। এখন সব নতুন করে শুরু করতে হবে। তিনি বলেন, যে জাতির সাংস্কৃতিক পরিচয় নেই সে জাতি পৃথিবীতে টিকে থাকতে পারে না। আমাদের চলচ্চিত্রের এই দুরবস্থায় সরকারের এগিয়ে আসা উচিত বলে মনে করছি। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের পর পরই চলচ্চিত্রে নাম লেখান সোহেল রানা। প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন চাষী নজরুল ইসলাম পরিচালিত ওরা ১১ জন সিনেমার মাধ্যমে। পরে মাসুদ রানা নামে সিনেমায় নায়ক হিসেবে অভিষেক হয় তার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন