বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো নারায়ণগঞ্জ শহরের টার্মিনালঘাট থেকে সেন্ট্রাল খেয়াঘাট পর্যন্ত প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ পরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ, নূর হোসেন, নারায়ণগঞ্জ নৌ থানার ওসি শহিদুল ইসলাম প্রমুখ।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় দিনের মতো টার্মিনালঘাট থেকে সেন্ট্রাল খেয়াঘাট পর্যন্ত দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। বিআইডব্লিউটিএ দীর্ঘদিন ধরে নদীর তীরের সৌন্দর্য রক্ষা এবং অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদে কাজ করে যাচ্ছে। তবে কিছু অসাধু ব্যক্তি যারা সৌন্দর্য নষ্ট করছে আমরা তাদের উচ্ছেদ করেছি। কিছু স্থাপনা আমরা সরিয়ে নিতে সময় দিয়েছি। যারা সরিয়ে নেয়নি তাদেরগুলো ভেঙে দিয়েছি। এর আগে ৪ নভেম্বর নারায়ণগঞ্জ শহরের ৫নং খেয়াঘাট থেকে টার্মিনালঘাট পর্যন্ত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন