শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

যুক্তরাষ্ট্রে প্রসাধনী কোম্পানিতে চাকরি পেয়েছেন মোনালিসা

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গত রোজার ঈদের আগে দেশে ফিরেছিলেন অভিনেত্রী-মডেল মোনালিসা। অনেকগুলো নাটকে অভিনয়ও করেন। ঈদ শেষে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে চলে গেছেন। বলে গেছেন, বিশেষ প্রয়োজনে সেখানে যেতে হচ্ছে। কী প্রয়োজন, তা বলেননি। তবে তার এই বিশেষ প্রয়োজনের কথা ফেসবুকের মাধ্যমে মোনালিসা নিজেই জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে নতুন একটি চাকরি পেয়েছেন। ফরাসি ব্র্যান্ড সেফোরার সৌন্দর্য উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন তিনি। তার দায়িত্ব হলো বিক্রয় লক্ষ্য পূরণের সময় গ্রাহকসেবা প্রদান ও তাদের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক বজায় রাখা। এর অংশ হিসেবে গ্রাহকদের মধ্যে প্রসাধন এবং ত্বকের যতœও তুলে ধরতে হবে তাকে। বলা যায়, একজন সৌন্দর্য বিশেষজ্ঞের কাজ করতে হবে মোনালিসাকে। ফেসবুকে তিনি লিখেছেন, নতুন দায়িত্ব পেয়ে আমি খুব আনন্দিত। রঙ ও নানান ব্র্যান্ড নিয়ে কাজ করার সুযোগ এসেছে। কী দারুণ! জীবনে অভিজ্ঞতা থেকে অনেক কিছু অর্জন করেছি। পথ চলতে চলতে অসাধারণ কিছু মানুষের দেখা পেয়েছি, যারা সত্যিকার অর্থেই উৎসাহব্যঞ্জক ও পরিণত। তাদের সান্নিধ্য আমার সামর্থ্য ও শিল্পদক্ষতা বৃদ্ধি করেছে। নতুন অ্যাডভেঞ্চার নিয়ে আমি উচ্ছ্বসিত। নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে মুখিয়ে আছি। উল্লেখ্য, এর আগেও যুক্তরাষ্ট্রে মোনালিসা একটি কসমেটিক্স কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। সেই কাজ ছেড়ে, দীর্ঘ চার বছর পর গত ৫ এপ্রিল আমেরিকা থেকে দেশে ফিরেছিলেন অনেকেই ভেবেছিলেন মোনালিসা হয়তো স্থায়ীভাবে দেশে ফিরে এসেছেন এবং শোবিজে ব্যস্ত হবেন। তবে দুই মাস দেশে থাকার পর ১১ জুলাই তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন